ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দিনব্যাপী পৃথক অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেনারেল সার্টিফিকেট অফিসার মো. সাইফুল ইসলাম দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- শহরের বৈল্যাপাড়া জাদিপাহাড় এলাকার মু. মোস্তফার স্ত্রী মরিয়ম (৪০), মাছবাজার পূর্ব রাখাইনপাড়ার আমানুল হকের ছেলে মু. আবুল কালাম (৩২) ও পশ্চিম লারপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে মুহাম্মদ শফি (৬২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান টীম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ জানান, মাদকের কারণে যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসক আন্তরিক। সঠিক তথ্যের ভিক্তিতে অভিযান চালানো হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।