খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলা বন্যার পানিতে ভেসে গিয়ে নিহত দুই সহোদরের পরিবারের কাছে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ ত্রাণ তহবিলের ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকাল ৩টার দিকে রামু উপজেলা পরিষদ কার্যালয়ে নিহত শাহিন ও ফাহিমের বাবা কামাল হোসেন ও মা রেহেনা আক্তারের হাতে এসব নগদ টাকা তুলে দেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলী। এসময় ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো ছিলেন।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, এবারের বন্যায় রামুতে ব্যাপক ক্ষতি হয়েছে। দুই সহোদরের মৃত্যুর সংবাদটিও আমাদেরকে অত্যন্ত ব্যতিত করেছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ নির্ধারণ করে সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল।