মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রাম সদর রেজিস্ট্রি অফিসের জায়গা নিবন্ধনের সময় মিথ্যা তথ্য দিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে প্রণব আইচ নামের এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতারণা করে প্রায় ১১লক্ষ ৭হাজর ১শত টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দলিল লেখক প্রণবকে গ্রেপ্তার করে হাটহাজারী থানায় হহস্থান্তর করা হয়েছে। একই অভিযোগে হাটহাজারী থানায় করা মামলায় দলিল গ্রহীতা মোছাম্মৎ মর্জিনা আক্তার ও হাটহাজারীর ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার কাজী রফিক উদ্দিনকেও আসামি করা হয়েছে।