বিবিসি বাংলা:
কবি, কলামিস্ট, প্রবন্ধকার এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে সোমবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
তার স্ত্রী কৃষি উন্নয়ন কর্মী ফরিদা আখতার বিবিসি বাংলাকে জানিয়েছেন, সোমবার ভোর পাঁচটার দিকে একটি ফোন পেয়ে তিনি তার শ্যামলীর বাসা থেকে বের হন।
এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার পরিবার।
সকালে পুলিশকে ব্যপারটি জানানো হয়েছে বলে জানিয়েছেন ফরিদা আখতার।
এদিকে, আদাবর থানার সাব ইন্সপেক্টর মোহসিন জানিয়েছেন, সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক পরিবারের একজন সদস্য থানায় এসে জানিয়েছেন, ভোর পাঁচটার পর থেকে ফরহাদ মজহারকে আর পাওয়া যাচ্ছে না বলে থানায় জানানো হয়েছে।
তবে, এখনো আনুষ্ঠানিক কোন অভিযোগ তারা পাননি বলে জানিয়েছেন মি. মোহসিন।
তবে, খবর পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা ফরহাদ মজহারের বাসায় গেছেন।