শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার এ গানটি আজ এক শিক্ষকের জন্য প্রযোজ্য হয়েছে। কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিশিষ্ট ওয়ায়েজ, মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফি কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ১৯ ধানমন্ডি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের ৬১৩নং কেবিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দীর্ঘদিন ধরে এ কঠিন রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অপারেশনের প্রয়োজন। অর্থের অভাবে অপারেশন নিয়ে চিন্তিত তার পরিবার। জানা যায়, বর্ণিত ইউনিয়নের মোহনবিলার মৃত আবদুল হামিদের পুত্র মাওলানা মোহাম্মদ শফি (৩৮) টিউমার ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে কলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাঃ এ.কে.এম ফজলুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন স্থানে চিকিৎসার পর সহায় সম্বল হারিয়ে এখন উন্নত চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাকে বাঁচিয়ে রাখতে হলে অপারেশন বাধ্যতামূলক। আর এ অপারেশনের জন্য প্রয়োজন ৫ লক্ষাধিক টাকা। তার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করতে না পারায় হৃদয়বান সবার সহযোগিতা কামনা করেন তিনি। ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ২২৭ হিসাব নং ১৫১৪। প্রয়োজনে মাষ্টার আবুল কালাম ০১৮২৩-০০৩০৩৮, ০১৮১৯-৯৬৩৯১১ এ নাম্বারে যোগাযোগ করে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাহফিল, সীরাতুন্নবী, মসজিদ, মাদ্রাসায় ওয়াজ ও শিক্ষকতা, ইমামতি করে আসছিলেন। তাঁর স্ত্রী ও ২ ছেলে, ১ মেয়ে রয়েছে বলে সূত্রে জানা গেছে। জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, সহায় সম্বলহীন অসুস্থ হুজুরকে সাহায্যের জন্য সবার প্রতি অনুরোধ করেন। স্থানীয় এমইউপি মনজুর আলম জানান, মাওলানা শফি অত্যন্ত অসহায়। তার পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান রইল।