প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারে মাছের পোনা অবমুক্ত করেছে। শুক্রবার  কক্সবাজার শহরের অনতিদূরের বৃহত্তর ইউনিয়ন ঈদগাঁও ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদীতে  মাছের পোনা অবমুক্ত করা হয়। দিনজুড়ে নদী পরিব্রাজক দলের কর্মীরা ভালোবাসার নির্দশন হিসেবে  নদী ভ্রমণ ও বিকেলে ফুলেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ ও নদীর তীরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। মাছের পোনা অবমুক্তকরণ ও সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সারওয়ার সাঈদ।  প্রধান অতিথি বলেন, ‘নদী গর্ভেই বাংলাদেশের জন্ম। তাই জন্মধাত্রী এই নদীকে বাঁচাতে নদী পাড়ের মানুষকে আগে সচেতন হতে হবে। নদীতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নদীকে দূষণ ও দখলমুক্ত রাখতে হবে।’ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার আয়োজনে সকাল থেকে দিনজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক  ইসলাম মাহমুদ, পানি বিষয়ক সম্পাদক  জাহাঙ্গীর আলম শামস্, কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট আবু হেনা, সহ-সভাপতি মিনার হাসান,গবেষণা সম্পাদক ইলিয়াছ মিয়া, জায়েদ নুর, স্থানীয় প্রতিনিধি আজিজুল হক, নাসির উদ্দিন,গিয়াস উদ্দিন প্রমুখ । বক্তারা নদীর তীরভূমি ব্যবহারে যত্নবান  হওয়া, নদীতে পানি প্রবাহে বিঘ্নিত না ঘটানো, অপরিকল্পিতভাবে বালি ও পাথর উত্তোলনের মাধ্যমে নদীর তলদেশ খোদাই না করাসহ নদীতে জলজপ্রাণীর বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।