নিজস্ব প্রতিবেদক :

পর্যটকদের চাহিদা অনুযায়ী সেবা দেয়ার প্রত্যয় নিয়ে নব সাজে ও বর্ণিল রূপে সেজেছে হোটেল মোটেল জোন এলাকার জিয়া গেষ্ট ইন। ঈদ ও পর্যটন মৌসুমে পর্যটকদের স্বাগত জানাতে রঙ-বেরঙের বেলুন, চোখ ধাঁধানো কারুকাজ ও নানা ঢঙে রাঙায়িত করা হয়েছে হোটেলের সবকটি রুম ও অভ্যর্থনা কক্ষ। রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ উপলক্ষে ২৫ জুন শনিবার সন্ধ্যায় চাকচিক্যময় অভ্যর্থনা কক্ষের ফিতা কেটে বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। জিয়া গেষ্ট ইনের কর্ণধার সমাজ সেবক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীর দ্বিতীয় জামাতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এড. রায়হানুল মোস্তফা, ৩য় জামাতা ব্যারিষ্টার মিজানুর রহমান চৌধুরী, ছেলে হাবিবুর রহমান, মুজিবুর রহমান, হোটেলের ম্যানেজার অনিল, অঞ্জন, ফেরদৌস, সোলাইমান কবির ও মিজানুর রহমানসহ বিভিন্ন হোটেলের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী জানান, কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে প্রতিষ্ঠার পর থেকে জিয়া গেষ্ট ইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পর্যটক সেবায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই হোটেলের সুনাম। এই ধারা অব্যাহত ও পর্যটকদের সেবার প্রসারতা বাড়াতে হোটেলকে নবরূপে সাজানো হয়েছে। ব্যবসার চেয়ে পর্যটক সেবাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।