কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজার জেলার সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে চি‎হ্নিত সন্ত্রাসীদের অত্যাচার, নির্যাতন ও প্রাণনাশের হুমকিতে এলাকাছাড়া হয়েছে একই ইউনিয়নের ফরিজ্যার পাড়ার মৃত নুরুচ্ছাফা সিকদারের পূত্র মৌঃ জাকের হোসাইন ও তার পরিবার। প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারনে উপজেলার উত্তর জোনে সন্ত্রাসীদের দৌরাত্ম্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এতে করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই এ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ ভয়ংকরভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করেছেন সচেতন মহল।

সূত্রমতে, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনু সিকদার পাড়া (২নং ওয়ার্ড) গ্রামের মৃত এজাহার মিয়ার পূত্র জাফর আলম (৩৫), একই এলাকার নুরুল হুদার পুত্র সিরাজুল ইসলাম পিটার (৩৫) ফরিজ্যার পাড়া গ্রামের জাফর আলমের পুত্র হাছান মাঝি (৩২) সহ এলাকার কিছু চি‎িহ্নত অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতা, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, মাদক সেবন ও ব্যবসাসহ দাপটের সাথে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তাদের উপদ্রবে সন্ধ্যার পরে এলাকার রাস্তাঘাটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। গত ২২জুন ভোররাতে ১৯টি আগ্নেয়াস্ত্র ও ৬০০রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে আটককৃত সন্ত্রাসী জেলা শ্রমিকলীগনেতা মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলের নেতৃত্বে ওই সন্ত্রাসীরা অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বলে এলাকাবাসী সূত্র জানায় তাদের অবিরাম অত্যাচারে অতিষ্ট হয়ে আদালতে মামলা দায়ের করায় প্রাণনাশের হুমকিতে ৬মাস ধরে এলাকাছাড়া রয়েছেন মৃত নুরুচ্ছাফা সিকদারের পূত্র মন্নান বাপের জামে মসজিদের ইমাম মৌঃ জাকের হোসাইন ও তার পরিবার। তাদের বিরুদ্ধে চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কুতুবদিয়া মামলা নং সি আর ৬৮/ ১৬, কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা নং ৯৯৮/১৬, কক্সবাজার মডেল থানায় মামলা নং জি আর ৯৩/১৭ রয়েছে। তবে রহস্যজনক কারনে আসামীরা এখনো অধরাই রয়ে গেছে।