হাফিজুল ইসলাম চৌধুরী :

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দোয়া, ইফতার মাহফিল ও সংবর্ধনার জবাবে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরের মিশন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জাতির জনক ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে একটি অশুভ শক্তি দেশকে পুনরায় পাকিস্তানের হাতে তোলে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। তবে বঙ্গকন্যা দেশরতœ শেখ হাসিনার কৌশলি ভূমিকায় তারা সফল হতে পারেনি।

মুজিবুর রহমান চেয়ারম্যান আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে আমরা বার বার প্রধানমন্ত্রী হিসাবে চাই। কারণ উনি পিতার স্বপ্ন বাস্তবায়নের পথে অবিচল রয়েছেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করছেন তিনি। দেশের জন্য সম্মান বয়ে আনছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতি দিন দিন বাড়ছে। শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের মঙ্গল চান। সাধারণ মানুষের খোঁজখবরও তিনি রাখেন। অন্যদিকে ক্ষমতায় গেলে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা দেশের অর্থ লুটপাটে ব্যস্থ থাকেন-আমাদের অতীত ইতিহাস তাই বলছে।’

শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে মুজিবুর রহমান বলেন, ‘পবিত্র মক্কায় যারা আছেন আপনারা সবাই মহান আল্লাহর দরবারে শেখ হাসিনার জন্য দোয়া করবেন-যেন তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা পান। উনি আমাদের মাঝে সুস্থ শরীরে বেঁচে থাকা মানে দেশের উন্নয়ন আর অগ্রগতি বহু গুনে বৃদ্ধি পাওয়া।’

গত ২২ জুন সৌদি আরব সময় বিকেল ৫টায় মক্কার নাক্কাসা সেতু সংলগ্ন এস্তারাহ লাইলিয়ান নূর কাকিয়ায় মক্কা আওয়ামী পরিবার ও বিশিষ্ট ব্যবসায়ীগণ ওই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রবাসীদের দেওয়া ক্রেস্ট সম্মাননা গ্রহণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

এসময় মুজিবুর রহমান চেয়ারম্যান প্রবাসী ভাইদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোন চিন্তা করবেন না। বঙ্গকন্যা সৌদি সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন-যেন প্রবাসীদের জীবন মান আরও উন্নত করা যায়। বিমান যোগে দোবাই থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছার জন্য ঈদের পরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ কক্সবাজার এখন আগের মতো নেই। কক্সবাজার হচ্ছে উন্নয়নের রোল মডেল।’

কৃষকলীগ সৌদি আরব (পবিত্র মক্কা) মহানগর শাখার সভাপতি নুরুল ইসলাম কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি ইসতিয়াক আহমেদ জয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, টেকনাফের বাহরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুল হক, কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা এবি ছিদ্দিক খোকন, সৌদি আরব মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সভাপতি হারুনুর রশিদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, যুবলীগের সভাপতি শফিউল আলম মুনির, কৃষকলীগের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম ফরিদ, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.সৈয়দ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হালিম, ফিরোজ আহমদ, আবুল ফয়েজ খোকন, মো.নাসির মুন্সি, নুরুল আবছার, মাহমুদুল করিম, মিজানুর রহমান সুমন, ছৈয়দ আলম, সংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক এইচ এম রিদুয়ান, সদস্য সচিব নুরুল আলম মিয়াজী, সদস্য হাবিবুর রহমান পারভেজ, মোহাম্মদ সেলিম উল্লাহ প্রমূখ।