জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফে দিনদুপুরে দোকান ভাংচুর করে এক মালিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত দোকানদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলা ষ্টেশনে সাইকেল চুরি এবং পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব সিকদারপাড়া এলাকার ফজল করিমের পুত্র শাহ আলম, শাহাজান ও আবসারের নেতৃত্বে কিছু বখাটে দা-কিরিচ, লোহার রড় ও লাঠি সোটা নিয়ে আব্দুস ছালাম কোম্পানী মার্কেটের এন.আলম ষ্টীল গ্যালারী এন্ড থাই ফ্যাশনে হামলা চালিয়ে প্রচুর পরিমাণ থাই গ্লাস, ওয়েল্ডিং মেশিন, এ্যালমুনিয়াম ফ্রেমসহ বেশ কিছু মালামাল ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এসময় দোকান মালিক মৌলভীবাজার এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র নূরুল আলমকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করেছে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দোকান মালিক আলম জানান, ৪০পাট ফ্রেমসহ তৈরীকৃত থাই গ্লাস, ১২টি বড় থাই গ্লাস, ১টি ওয়েল্ডিং মেশিন ও ৮টি এ্যালমুনিয়াম ফ্রেম, নগদ টাকা লুটসহ অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করেছে। এদিকে মার্কেটের তত্ত্বাবধায়ক হ্নীলা বাজার কমিটির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ রফিক জানান, পাওনা টাকা এবং চুরি করা সাইকেল খোঁজার অপরাধে দিন দুপুরে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী কায়দায় দোকানটি ভাঙচুর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসাইন জানান, দিনদুপুরে দোকান ভাংচুর এবং মালিককে পিটিয়ে আহত করা খুবই দু:খজনক জানিয়ে তিনি এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।