আবদুর রাজ্জাক,কক্সবাজার :

“শেখ রাসেল শিশু কেন্দ্রে পথ শিশু পেল ঠাঁই; জীবন তাদের ধন্য হল উৎসবেরই ছোঁয়ায়”- এই স্লোগানকে ঘিরে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গন। সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী প্রায় ২০০ শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের পোশাক বিতরণ করায় শিশুদের মাঝে দেখা দিয়েছে অন্যরকম আনন্দ । বুধবার বিকাল ৫টায় কেন্দ্র মিলনায়তনে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শাহজাহান আলী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফরিদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সমাজের ঝুঁকিতে থাকা শিশুদের ঝুঁকি নিরসনের কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদফতর এ ধরণের মানবিক ও সেবামূলক কাজ করতে পেরে গর্বিত। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন- কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র স্বাভাবিক জীবনক্রমের মূল স্্েরাতধারা থেকে বিচ্ছিন্ন ঝুঁকিতে থাকা শিশুদের সমাজে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। সমাজের সকল শিশুদের মত এসকল অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা উৎসবের আমেজে নতুন পোশাকে ঈদ উদ্যাপনের সুযোগ পেয়েছে। এজন্য শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন- সমাজের সুবিধাবঞ্চিত অবহেলিত পথ শিশুরা আমাদেরই সন্তান। তাদেরকে সমাজের মূল স্্েরাতধারায় পুনর্বাসন করা শুধু কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রেরই দায়িত্ব নয়। তিনি এসকল শিশুদের পুনর্বাসন করার মহৎ কাজে রাষ্ট্রের সকল বিত্তবান নাগরিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত পোশাক বিতরণ অনুষ্ঠান শেষে কেন্দ্রের নিবাসী শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।