আবদুল মজিদ, চকরিয়া:

কক্সবাজার জেলায় সুষ্ঠু ধারায় সাড়া জাগানো অন্যতম অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন চকরিয়া মোহনা শিল্পী গোষ্টীর উদ্যোগে এবং ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৯জুন বিকাল ৪টায় চিরিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মোহনা শিল্পী গোষ্টীর সাবেক সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শিল্পী নাঈম ছোবহান নয়ন ও শিল্পী জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা শিল্পী গোষ্টীর প্রতিষ্ঠাতা আবদুল মজিদ। তিনি ২০০৪সালে মোহনা শিল্পী গোষ্টী প্রতিষ্ঠার ইতিকথা তুলে ধরেন এবং ইসলামী ভাবধারায় সুষ্ঠু সংস্কৃতির বিষয়ে বিষদ আলোচনা করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চিরিংগা শাখার এসিষ্ট্যান্ট ম্যানেজার মো: আবু তালেব, চট্টগ্রামের আল মদিনা শিল্পী গোষ্টীর পরিচালক শিল্পী আসহাব উদ্দিন আজাদ, চট্টগ্রাম অঙ্গীকার শিল্পী গোষ্টীর পরিচালক ও মোহনা শিল্পী গোষ্টীর প্রধান প্রশিক্ষক শিল্পী খলিল উল্লাহ সোহাগ, সম্মানীত মেহমান ছিলেন চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, চকরিয়া কমেডি ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোরক বিদ্যাপীঠের শিক্ষক মো: এরফানুল হক, মোহনা শিল্পী গোষ্টীর সাবেক সাধারণ সম্পাদক ও মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সহসুপার মাওলানা আশরাফুল মোস্তফা নুরী, সাবেক অর্থ সম্পাদক ও চকরিয়া বিকাশ কাস্টমার কেয়ার কর্মকর্তা আকতার কামাল মিরাজ, সাবেক সহসভাপতি ডা: ছৈয়দ নুর মো: কায়ছার, অঙ্গীকার শিল্পী গোষ্টীর শিল্পী আরিফুল ইসলাম, বিশিষ্ট মিউজিশিয়ান মো: মিজানুর রহমান, চকরিয়া জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি জাহেদুল ইসলাম, চট্টগ্রামস্থ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী আকিদ হোছাইন সজিব, চকরিয়া উপজেলা সেক্রেটারী শহিদুল ইসলাম নয়ন, মোহনা শিল্পী গোষ্টীর সহসভাপতি মুছা ইবনে হোছাইন বিল্পব, সহ সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান রায়হান, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, শিল্পী ইশফাতুল ইসলাম, শিল্পী আরমান মাহমুদ, শিল্পী আশরাফ হোছাইনসহ অসংখ্য শিল্পী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্যযে, অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু জেলা পরিষদে গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি উপস্থিত হতে না পারায় দু:খ প্রকাশ করেছেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চকরিয়া মোহনা শিল্পী গোষ্টীর উপপ্রধান উপদেষ্টা আলহাজ¦ মোহাম্মদ এহেছান।