শাহী কামরানঃ
কক্সবাজার জেলার ছোট্র শহরে বেড়ে উঠা ম্যাজিশিয়ান সোহাগ ফরহাদের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র বিতরন। তারা কয়েক বন্ধু মিলে ‘ফ্রেন্ডশীফ হেল্প সোসাইটি’ নামের একটি সংগঠন যাত্রা শুরু করে ম্যাজিশিয়ান সোহাগ ফরহাদের হাত ধরে। তারা দীর্ঘদিন ধরে উক্ত সংগঠন হতে বিভিন্ন সামাজিক কর্মকান্ড সহ সুবিধা বঞ্চিত শিশুদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিল। তারই দরুন ঈদকে সামনে রেখে তারা সামর্থ অনুযায়ি ঈদ বস্ত্র বিতরন করে।
ম্যাজিশিয়ান সোহাগ ফরহাদ জানান, তাদের স্বপ্ন জেলার সুবিধা বঞ্চিত সকল শিশুদের পাশে দাড়ানো। তাদের খাদ্য বস্ত্র ও বাস স্থান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরো জানান, আরো সহযোগিতার হাত বাড়লে তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে বেশী সময় লাগবেনা। সে সকল স্তরের মানুষের প্রতি সহযোগিতা কামনা করেছেন এবং যারা বর্তমানে সংশ্লিষ্ট আছে যথাক্রমে,বাবু,সৈকত,তিতান,ইসরাত,নিরা, রিমা,মাসুমা,আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।