আবদুল মালেক সিকদার
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমাজসেবক , সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত মরহুম অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রামু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপত্বি অনুষ্ঠিত স্বরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ খান বাহাদর মোস্তাক আহমদ চৌধুরী।

তিনি বলেন সমাজ সেবায় অনন্য ব্যক্তিত্ব ছিলেন ওসমান সরওয়ার আলম চৌধুরী। তিনি ছিলেন সৎ, নিষ্টাবান, শিক্ষানুরাগী, সমাজসেবক, জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট কর্মী ছিলেন। তিনি কক্সবাজার জেলা পত্যান্ত এলাকায় মানুষের ভাগ্য উন্নয়নে অসাধারণ অবদান রেখেছেন। তার এ অতুলনীয় অবদান জেলাবাসী আজীবন স্বরণ রাখবে।

রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ রানা চৌধুরী ও ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামীলীগের সদস্য এড.সুলতানুল আলম,রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সহ-সভাপতি, হানিফ বিন নজির, নুরুল আমিন মাস্টার, রতন মল্লিক, নুরল ইসলাম বকুল, মৃনাল বড়–য়া, দপ্তর সম্পাদক সম্পাদক সুজন শর্মা, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, আবুল কালাম সিকদার, চিত্রশিল্পী মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর ছোট ছেলে তানভীর সরওয়ার রানা, ও তার সহধর্মীনি চিত্রশিল্পী সুমা সরওয়ার, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ফিরোজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক আক্তার কামাল, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক সরওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক হাজ্বী বদিউজ্জামান, রশিদ নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম শাহীন, সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাংবাদিক আবুল কাশেম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক জাগের আহমদ, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মো.হোছন মেম্বার, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শফিউল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক হোসেন সিকদার, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুর আলম, চাকমারকুল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান এম.এ নুরুচছাফা, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম খুনিয়াপালং ইউনিয়নষদের সাবেক চেয়ারম্যান আবদুল গণি, রামু উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মনোয়ারা ইসলাম নেভী, কুলছুমা আক্তারসহ উপজেলার ১১টি ইউনিয়নের তৃণমূল পর্ষায়ের আওয়ামীলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার শ্রেষ্ঠ সমাজসেবক , সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত মরহুম অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর আতœার মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি নুর উল্লাহ।