প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওয়ের এক ঝাঁক তরুণ কলম সৈনিকদের সংগঠন ঈদগাহ রিপোটার্স সোসাইটির উদ্যোগে প্রথম বারের মতো ১৬ জুন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি এম.আবুহেনা সাগরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাতের পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মিজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ। অতিথির মধ্যে বক্তব্য রাখেন-জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক সোলতান আহমদ, কক্সবাজার নিউজ ডট কমের বার্তা সম্পাদক ইমাম খাইর, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই পেয়ার উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি আযমগীর, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দিন রাশেল, উপজেলা ছাত্রদলের সভাপতি বেলাল উদ্দিন। রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন ক্বারী মৌলানা আবু তৈয়ব। মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মসজিদের খতিব মাওলানা এনামুল হক ইসলামাবাদী। উক্ত ইফতার মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, অনলাইন এসোসিয়েশন (বনপার) কেন্দ্রীয় সদস্য ও বে-বেঙ্গল নিউজ ডট কমের প্রকাশক ও সম্পাদক ওসমান সরওয়ার ডিপো, জাসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাফি আনোয়ার,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম, ঈদগাঁও বাজারের ব্যবসায়ী নেতা ছৈয়দ করিম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ,জালালাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য আরমান উদ্দীন, ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মোশাররফ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আহসান মোরশেদ, আবুল কাশেম, মোহাম্মদ শাহজালাল, জামায়াত নেতা জামসেদ আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু তাহের মুন্না, সাধারণ সম্পাদক শফিউল আলম শান্ত, যুবদল নেতা নুরুল আজিম, ছাত্রনেতা আনিছ, ওসমান, আবদুর রহমান, বাপ্পি, হেডম্যান আবু তাহের, রিপোটার্স সোসাইটির সহ-সভাপতি এম. শফিউল আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম রুস্তম আলী, সদস্য রফিক উদ্দিন লিটন, এম.ছরওয়ার শিফা, মফিজুল ইসলাম মুফি, নেজাম উদ্দিন সহ সর্ব শ্রেণি পেশার শতাধিক লোকজন। এ আলোচনা সভায় বক্তারা সৎ ও গ্রহণযোগ্যতা ধরে রেখে তথ্য নির্ভর মহান এ পেশার প্রতি একনিষ্টতার সহিত দায়িত্ব পালনের আহবান জানান।