প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় নেতা কাজল বলেন, দফায় দফায় কৃষি উপকরনের মূল্য বৃদ্ধি করায় কৃষকরা ঠিকমত চাষ করতে পারছে না। বিএনপি যখন ক্ষমতা ছেড়ে যাচ্ছিল তখন ইউরিয়া সারের দাম ছিল প্রতি বস্তা তিন শত টাকা আর বর্তমানে প্রতি বস্তার দাম আট শত থেকে এক হাজার টাকা।
বৃহস্পতিবার রামুর মিঠাছড়ি ডিভাইন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে লুৎফুর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চাল, ডাল, লবণ, তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম এই রমজান মাসে বাড়িয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাদের দূর্নীতির কারনেই আজ চালের কেজি ৫০ থেকে ৬০ টাকা, সে দিকে সরকারের কোন খেয়াল নেই। তারা শুধু বিরোধীদল দমনে ব্যস্ত রয়েছে। তাই আগামী দিনে অগণতান্ত্রিক এই সরকারের এসব দুঃশাসনের জবাব দিতে জনগনের প্রতি আহবান জানান।
ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শহীদ উল্লাহ শহীদের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক আহবায়ক সায়েদ হোসেন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি এস,এম ফৈরদাউস, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাপাদক রাশেদ মোহাম্মদ আলী, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাপাদক (ভারপ্রাপ্ত) ফোরকান আহমদ, উপদেষ্টা আকতারুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাপাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাপাদক লিয়াকত আলী সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাপাদক আবুল বশর বাবু, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, প্রচার সম্পাপাদক শাহ নূর উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ শেখ আবদুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা নুরুল আবছার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবু, ইউনিয়ন বিএনপি নেতা মোজাহের মিয়া দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভপতি এইচ এম মাসুদ, সাংগঠনিক সম্পাপাদক আনচার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম যুগ্ম-আহবায়ক মুফিদুল আলম, পারভেজ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আবদুল মালেক, মনির আলম,জামাল মাহমুদ রিফাত, জাহেদ উল্লাহ প্রমুখ।
এছাড়া সভায় বিএনপি, যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।