সংবাদ বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসে এবং উদ্ধার কাজে নিয়োজিত ৬ সেনাসদস্য সহ ৭৮ জনের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ-উর-রহমান মাসুদ এবং সাধারন সম্পাদক চঞ্চল দাশগুপ্ত জানান অব্যাহত পাহাড় কাটার ফলে এখন সামান্য বৃষ্টিতেই পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে।এতে পাহাড়ের পাদদেশে বসবসাকারীদের মৃত্যূর ঘটনাও দিন দিন বেড়ে চলেছে। তাই পাহাড়ে বসবাসকারীদের মৃত্যূ ঝুঁকি কমাতে পাহাড় থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পাহাড় কাটা বন্ধে জরুরী ভিত্তিতে প্রশাসন,বনবিভাগ,পরিবেশ অধিদপ্তরকে কঠোর পদক্ষেপ গ্রহন করার আহব্বান জানান সংগঠনের নের্তৃবৃন্দ।