সিবিএন
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্র ও প্রকৃত ভূমিহীনদের মাঝে ভূমি বন্দোবস্তী প্রদান করার। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রকৃত ভূমিহীনদের তালিকা তৈরী চলমান রয়েছে। এ ছাড়া তিনি জেলা কৃষি খাসজমি বন্দোবস্তি কমিটির সমন্বয়ে নীতিমালা অনুযায়ী কৃষি-অকৃষি খাসজমি বন্দোবস্তী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। নামজারী, খতিয়ান সৃজন, ইত্যাদি বিষয়ে কোন প্রকার অসঙ্গতি ও বৈষম্য দেখা গেলে এবং তা পরিত্রাণ পেতে ভূমি ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণের আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ প্রশিক্ষনার্থীদের মাঝে প্রকৃত ভূমিহীনদের শ্রেনী বিন্যাস এবং কৃষি ও অকৃষি খাসজমি নির্ধারণ পদ্ধতি,ভূমি কর আদায় সংক্রান্ত কার্যক্রম, সরকারি জমি অবৈধদখলমুক্ত করণ, হাট-বাজার ব্যবস্থাপনাসহ এতদসংক্রান্ত কাজে উদ্ভূত জটিলতা নিরসনে করনীয়সহ সংশ্লিষ্ট বিষয়ে ধারণা দেন। এ সময় জেলা প্রশাসনের সহকারি ও এক্সি কিউটিভ ম্যাজিষ্ট্রেটবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষনে জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।