হারুনর রশিদ,মহেশখালী :

সাইক্লোন মোরার তান্ডবে গত ৩০মে গভীর সাগরে ফিশিং বোট ডুবে নিখোঁজ মহেশখালী উপজেলার ৫৩জন জেলে পরিবারের স্বজনদের আর্থিক অনুদান বিতরণ করা হয়,মহেশখালী উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫৩জন নিখোঁজ জেলের পরিবারের মাঝে প্রতি জনকে ৩হাজার টাকা করে মোট ১লক্ষ ৫৯হাজার টাকা বিতরণ করা হয়। ১২জুন সকাল সাড়ে ১১টার সময় উপজেলা সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম , বিশেষ অতিথিদেরে মধ্য উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগে উপদেষ্টা ডা: নুরুল আমিন,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মৌ:জহির উদ্দীন, বড় মহেশখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলিলুর রহমান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ,সাংবাদিক আমিনুল হক, এম বশির উল্লাহ প্রমূখ। উক্ত আর্থিক অনুদান বিতরণ অনুষ্টানটি পরিচালনা করেন মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম-নিখোঁজ জেলেদের পরিবারের মধ্য আর্থিক অনুদান বিতরণ কালে বলেন- সরকারের ঘোষিত বিভিন্ন দূর্যোগের সংকেত যেন বোট মালিকরা মেনে চলে এম ব্যবস্থা করা হবে। নিখোঁজ জেলেদের ছেলে মেয়েদের পড়া লেখা করানোর জন্য অভিভাবকদের আহবান জানান।

অনুষ্টানের সভাপতি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম বক্তব্য দান কালে বলেন- জগৎতে কোন মানুষই ফুলশষ্যা নয়। সবই নিয়তির খেলা, দূর্যোগ কালীন সময়ে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ সর্তকর্তা জারি ছিল; নিখোঁজ জেলেরা সাগরে মাছ শিকাররত ছিল , হয়ত দূর্যোগের সাথে যোদ্ধ করে টিকতে না পেরে-বোট ডুবে অনেকেই বিভিন্ন ভাবে উদ্ধার হয়ে ফিরে এসেছে স্বজনদের মাঝে। নিখোঁজরা হয়ত বিভিন্ন দেশের উপক’লীয় এলাকায় বা জাহাজে উদ্ধার হতে পারে বলে আশা বাদী। ইতি মধ্যে সরকারে সংশ্লিষ্ট দপ্তরে নিখোঁজ জেলেদের তালিকা পাটানো হয়েছে। সরকারের পক্ষ থেকে নিখোঁজ জেলেদেও স্বজনরা আরো আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।