শাহেদ মিজান, সিবিএন:
ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরের কক্সবাজার উপকূলে ট্রলার ডুবিতে  দু’জেলে নিখোঁজ হয়েছে। এই ঘটনায়  ভাসমান অবস্থায়  আরো ১২ জেলে উদ্ধার হয়েছে। সোমবার ভোররাতে সাগরের লা্‌বণী পয়েন্টে এই ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, ট্রলারের মাঝি বেলাল উদ্দিন (৪৫) ও তার সহযোগী জেলে লেমন রাখাইন (৪০)। 
জেলেদের উদ্ধৃতি দিয়ে ট্রলারটির মালিক জসিম উদ্দিন জানান, আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে কক্সবাজার উপূলের লাবনী পয়েন্ট চ্যানেলের গভীর সমূদ্রে  বোটটি ফেটে যায়। বোট ফেটে গেলে মাঝিসহ দু’জেলে নিখোঁজ হয়ে যায় । বাকি ১২ জেলে বোটের ভাঙা অংশ ধরে সাগরে ভাসতে থাকে। পরে ভাসতে ভাসতে তারা  ডায়বেটিকস পয়েন্ট  ভিড়ে যায়। তাদেরকে স্থানীয় লোকজন মুমূর্ষু উদ্ধার করে। উদ্ধার হওয়ার হলেন, রবি দাস (৫০), মাকন দাস (৪৫), বিশ্বজিত দাস (২৮), লক্ষীপদ দাস (৪৫), ফিরুরা দাস (৩৮), নেপাল দাস(২৫), চরন দাস (২৪), সুদীর দাস (৩০), তুফান দাস (৫০)সহ আরও দুইজন। তারা সবাই চকরিয়ার পহরচাঁদার বাসিন্দা বলে জানা গেছে। ্
 কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ  জানান, ইতিমধ্যে ১২ জেলে কোলে ফিরে এসেছে। বাকি দুইজনকে উদ্ধারে নৌ-বাহিনী ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।