হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ফিশিং ট্রলার ডুবিতে ১ জন জেলে নিখোঁজ রয়েছে। ১১ জুন দুপরে টেকনাফের উপকুলে এ ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৩৬) বলে জানা গেছে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের আতœীয়-স্বজনরা সন্ধান অব্যাহত রেখেছে। জীবিত কিংবা পাওয়া যায়নি বলে জানা গেছে।

নিখোঁজ জেলের আতœীয় এবং কুলে ফেরা জেলেদের সুত্রে জানা যায় ৩নং সতর্ক সংকেত সত্বেও টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট দিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার অব্যাহত রেখেছেন। বর্তমানে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় মাছের লোভে জেলেরা সংকেত উপেক্ষা করে সাগরে মাছ শিকারে যাচ্ছেন বলে জানা গেছে। ১১ জুন সকালে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের বাসিন্দা মৃত শহর মুল্লুকের পুত্র নজির আহমদের মালিকানাধীন ফিশিং ট্রলার ৬ জন মাঝি-মাল্লা নিয়ে উত্তর লম্বরী ঘাট দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। দুপুরে ফেরার সময় ঝড়ো হাওয়ায় ফিশিং ট্রলারটি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা উপকুলে নিয়ে যায়। সেখানে তীরে ফেরার সময় ফিশিং ট্রলারটি ডুবে যায়। মাঝি ছৈয়দ আলমসহ ৫ জন জেলে কোন রকম তীরে ফিরতে পারলেও আবুল হোসেন নিখোঁজ হয়ে যায়।

এদিকে ১০ জুন সন্ধ্যা থেকে টেকনাফের সর্বত্র ঝড়ো হাওয়াসহ থেমে থেমে মাঝারী ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়ায় দ্বীপের ঘাটে বেধে রাখা ১টি ফিশিং ট্রলার ভেঙ্গে গেছে।