হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

ঘুর্ণিঝড় মোরার আঘাতের পর ১২ দিন অতিবাহিত হলেও এখনো টেকনাফে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এমনকি লাইন মেরামতে পল্লী বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে গাফেলতিসহ টাকা দাবির অভিযোগ উঠেছে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু হলেও নানা অজুহাতে রাতদিন বিদ্যুৎ সরবরাহ বন্দ রাখা হচ্ছে বলে জানা গেছে। বিদ্যুতের অভাবে সব কিছু অচল হয়ে পড়েছে। সংবাদকর্মীগণ সময় মতো পত্রিকায় সংবাদ পাঠাতে পারছেননা। এমতাবস্থায় ১০ জুন দুপুর থেকে টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্দ রয়েছে। ১১ জুন রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ চালু হয়নি। সচল করার পর কি কারণে এত দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বন্দ রাখা হয়েছে তাও জানা যাচ্ছেনা। টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে কেউ ফোন রিসিভ করেননা। এ অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছেন টেকনাফের গ্রাহক সাধারণ।