সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের হোটেল মোটেল গেস্ট হাউস এসোসিয়েশনের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলাতলী সুগন্ধা পয়েন্ট বী ব্লক হোটেল মালিক ও হোটেল ভাড়াটিয়াদের সম্মানে ইফতার মাহফিল হোটেল কোস্টাল পিসে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পোর প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ স¤পাদক জিসান উদ্দীন জিসান।
আলহাজ্ব নুরুল হক নুরুর সভাপতিত্বে এতে ব্যবসায়ীরা হোটেল মোটেল জোনের বিরাজমান সমস্যা কথা তুলে ধরেন। মুহাম্মদ শাহজাহানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মো. আবদুল্লাহ, সাইদুল ইসলাম, আবছার উদ্দিন, নাসির উদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, জামাল উদ্দিন, শওকত হোসেন।
তারা বলেন- হোটেল মোটেল জোনে দালালচক্রের দৌরাতেœ্যর কারণে পর্যটন নগরীর মানহানী হচ্ছে। অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ এর কারণে বর্ষা মৌসুমে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়। ক্ষতিগ্রস্ত হয় পর্যটন ব্যবসা। অনুন্নত সড়ক ব্যবস্থার কারণে দেশী বিদেশী পর্যটকেরা কক্সবাজারে এসে সেবা পাচ্ছেনা। অনেকটা নেতিবাচক মন মানসিকতা নিয়ে পর্যটকেরা কক্সবাজার ছাড়েন। ব্যবসায়ীদের এসব অভিযোগের কথা পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিনের কাছে তুলে ধরা হলে তিনি তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন লেগুনা বীচ রিসোর্ট, নুর প্লাজা, রাজধানী রেস্টুরেন্ট, হাইপেরিয়ন বে-কুইন, ইউনিটি ইন রিসোর্ট, ব্লু-ওশান গেস্ট হাউস, সিলিকন, হাইপেরিয়ন সী-ওয়ার্ল্ড, ক্যামেলিয়া রিসোর্ট, আহমদিয়া রিসোর্ট, এবি গার্ডেন, সাথি রেস্তুরা, সোহাগ গেস্ট হাউস, ফারসেম, কোরাল রীফ, রিগ্যাল প্যালেস, সিলভিয়া রিসোর্ট, হোটেল মেরিন প্লাজা, বে-টাস রিসোর্ট, বৈশাখী রেস্তুঁরা, কক্স-হিলটন, নিরিবিলি পেটাল, আলম গেস্ট হাউস, রয়ের বীচ রিসোর্ট, বিস্তা বে রিসোর্ট, ব্লু মুন রিসোর্ট, পিংক শোর রিসোর্ট, সী-কিং রিসোর্ট, কক্সভিউ রিসোর্ট, বে-মেরিনা, মিশন বে-টাচ, হিল টাওয়ার, বীচ হলিডে রিসোর্ট, কোস্টাল পিস, সুগন্ধা গেস্ট হাউস, শামীম গেস্ট হাউস, সী-কক্স, সী-গার্ড রেস্টুরেন্ট, মেজবান রেস্টুরেন্ট, বাংলা রেস্তুরা, সী-ব্্রীজ, সী অলিফ এর মালিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।