সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহেশখালী-কুতুবদিয়া সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মোহিবুল্লাহ বলেছেন, বাংলাদেশে এরশাদের শাসন ব্যবস্থাই স্বর্ণালী শাসন ব্যবস্থা। তার সময়কালের উন্নয়ন ও অবকাঠামো সকল সরকারের ইন্নয়নকে হার মানানোর মতো। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সময়েই রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম স্বীকৃতি পায়। দেশের উন্নয়নের চেহারা পাল্টাতে এরশাদকে আরেক বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। এরশাদের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ।

শুক্রবার জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভায় আলহাজ্ব মোহাম্মদ মোহিবুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের এক আবাসিক হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজের কক্সবাজার জেলা আহবায়ক সুলতান মাহমুদ।

সদস্যসচিব এম. বেলাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ তারেক। সভায় সম্মানিত অতিথি ছিলেন- জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল করিম, সদর জাপার সভাপতি মেহেরুজ্জামান, শহর জাপার সভাপতি কামাল উদ্দিন কামাল, রামু উপজেলা জাপার সভাপতি হুসাইনুল ইসলাম মাতব্বর, মহেশখালী উপজেলা জাপার সভাপতি আজিজুল হক, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য মাস্টার এম.এ মঞ্জুর, জেলা স্বেচ্ছাসেবকপার্টির সাবেক সভাপতি অধ্যাপক আতিকুর রহমান, শ্রমিক পার্টির জেলা সভাপতি এস.এম বাবর, কৃষক পার্টির সভাপতি সাইফুল ইসলাম, মহিলা পার্টির জেলা সাধারণ সম্পাদক সালমা পারভিন মনি, ওলামা পার্টির জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা।

উপস্থিত ছিলেন- যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় ছাত্র সমাজের সাবেক জেলা সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক সোলাইমান, যুব সংহতির জেলা সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুব সংহতি নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম, আলী আকবর, ছাত্র সমাজের কক্সবাজার শহর সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক সরওয়ার আলম, টেকনাফ উপজেলা সভাপতি আবদুল ওয়াজেদ, যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসন, এম.এ গফুর, উখিয়া উপজেলা যুগ্ম-আহবায়ক রুপম, আবু, বকুল, রামু উপজেলা আহবায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসেত ফয়সাল, মহেশখালী সভাপতি নাজির হোসেন রহমান, সিনিয়র সহ-সভাপতি কাইছার উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আহবায়ক মনিরুল ইসলাম, সদস্যসচিব কহিনুর রহমান সাদ্দাম, মাতামুহুরী সভাপতি জুনাইদ, পেকুয়া আহবায়ক কাসেম বিন আরমান প্রমুখ।