আবুল আলী, টেকনাফ:

টেকনাফ উপজেলায় মডেল থানার উদ্যোগে নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষ্যে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন বিকালে নতুন ভবন মিলনায়তনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ড.মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মংচাউ মারমা, ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে.নুরুজ্জমান শেখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, জেলা পরিষদের সদস্য শফিক মিয়া, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: আলী, সহ-সভাপতি জহির হোসেনএমএ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোসেন,কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মাও: মুজিবুর রহমান, আব্দুল্লাহ মনির, কোহিনুর আক্তারসহ সকল কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, সরকারী কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত, ওসি অপারেশন, সকল কর্মকর্তা, কনষ্টেবল, বিজিবি সদস্য, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, আলেম সমাজ, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এ ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া (বড় মাদ্রাসা) এর পরিচালক মুফতী কেফায়েত উল্লাহ শফিক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ড. ইকবাল হোসেন পুলিশের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পুলিশ জনগণের বন্ধু, আমরা আপনাদের সাথে কাজ করে সমাজের অপরাধ, ইয়াবা, মানবপাচার প্রতিরোধ করতে চাই। তাই তিনি সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা কামনা করেন।