হারুনর রশিদ, মহেশখালী:

সাইক্লোন মোরা’র তান্ডবে সাগরে ফিশিং বোট ডুবে নিখোঁজ মহেশখালীর জেলেদের স্বজনদের আর্থিক অনুদান দিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। মোরায় সাগরে নিহত জেলেদের ত্রাণ হিসেবে নগদ টাকা প্রদান কালে বলেন- দূর্যোগকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্গতদের খোজ খবর রেখেছেন। আপনারা আস্তা ও বিশ্বাস রাখুন ক্ষতিগ্রস্থ ও নিহত সকল জেলে পরিবার গুলোকে বাড়ীঘর করে দেওয়া হবে, তাদের ছেলে মেয়েদের পড়া লেখার ভার এমপি আশেক নিজেই নিয়েছেন। এসময় নিখোজ জেলেদের প্রতিটিপরিবার কে নগদ ২হাজার টাকা করে ত্রাণ বিতরণ করেন। পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামের প্রিজম হাই স্কুলে বিকাল ২টার সময় নিখোঁজ জেলেদের স্বজনদের ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার ভুমি বিভীষণ কান্তি দাশ, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বি.এ, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: সাজ্জাদ হোসেন, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, ডা: মোহাম্মদ মাহাফুজুল হক আরএমও , উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব,সাবেক চেয়ারম্যান শামশুল আলম, সমাজ সেবা অফিসার নাছরুল্ল্যাহ আল মাহামুদ, পৌরআওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু ছিদ্দিক, সরওয়ার আজম কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য,উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, আসাদ উল্লাহ সায়েম জেলা ছাত্রলীগের সহ সভাপতি, মোবারেক হোসেন বারেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হালিমুর রশিদ পুতু, পৌরছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাহাব উদ্দীন হিরু,ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়ান সিকদার,পৌরশ্রমিক লীগের সভাপতি রিপন,শ্রমিক নেতা নজরুল, ছাত্রলীগের নেতা সাহেল মোহাম্মদ আশেক,নজরুল ইসলাম প্রমুখ।

ঘূর্ণিঝড় “মোরা”র কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে মাছধরা রত অবস্থায় মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আব্দু শুক্কুর কাউন্সিলর এর মালিকানাধীন এফবি সায়েদ, এফবি ওয়ালিদ-১,এফবি ওয়ালিদ-০২ সহ ৩টি ট্রলারে৬৩জন, পুটিবিলা মোশরাফ আলী পাড়া গ্রামের মৃত আছদ আলীর পুত্র নুরুল আলম প্রকাশ বাঁশি মাঝি ও শামসুল আলম এর যৌথ মালিকানাধীন এফবি গাউছিয়ায় ২৫জন, ও পুটিবিলা দাসিমাঝি পাড়া গ্রামের মৃত সাধন আলীর পুত্র জামাল হোসেন ও নবাব হাসেন এর যৌথ মালিকানাধীন এফবি রেজাখান নামে ১টি ফিশিং ট্রলার ২৯ সহ মোট ৫টি ফিশিং ট্রলার ১১৭জন মাঝি মাল্লা সাগরে মাছ আহরণ করতে গিয়ে ৩০ মে- ১৭ইং তারিখে ঘূর্নিঝড় “মোরা”র কবলে পড়ে সাগরে ৫টি ট্রলার ডুবে যায়। ৫টি ট্রলার এর ৩জন জেলে মৃত পাওয়া গেলেও এখনো পর্যন্ত আরো ৫০জন জেলে সাগরে নিখোজঁ রয়েছে যা যৌথ ভাবে ৫৩জন। ৫টি ট্রলারের ১১৭জন জেলের মধ্যে থেকে একাধিক পয়েন্টে বাংলাদে, নৌ-বাহিনী, ভারতের ত্রাণ বাহী নৌ জাহাজ সুমিত্রা,ও সোনাদিয়া চ্যানেলে ৬৪জন উদ্ধার হয়। নিখোজ জেলেদের মধ্যে ৪৩ জনেই শুধুমাত্র পৌরসভার ৩নং ওয়ার্ডের পুটিবিলা গ্রামের বাসিন্দা। অন্যন্যরা পার্শ্ববর্তী ওয়ার্ড ও ইউনিয়নের অধিবাসী।