নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বহুল আলোচিত মোঃ মনজুর আলম প্রকাশ (ফেরেতা মনজুর) (৪৫) কে আটক করেছে পুলিশ। ৯ জুন শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রধান সড়কের চৌরঙ্গীর সামনে থেকে সদর থানার এসআই কুতুব উদ্দিন ও মোঃ তারেকের নেতৃত্বে তকে গ্রেপ্তার করা হয়। সে ঈদগাঁও ইসলামাবাদ বোয়ালখালী বর্তমানে পানবাজার রোডের সুলতান আহমদের পুত্র। তার বিরুদ্ধে সদর থানায় চেক প্রতারণা সিআর ৭১১/১০ মামলার ওয়ারেন্ট রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো ১১টি ফৌজদারি মামলা ও সিভিল ৭২টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়। জানা যায়, শহর জুড়ে পরিচিত সে মামলাবাজ, দখলবাজ, নারী লোভীসহ বিভিন্ন অপকর্মের হোতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে রয়েছে ১১ টি ফৌজদারী মামলা, পাহাড়কাটা মামলা আছে ২টি। যার মামলা নং-৩৩৩ ও ৭১১। বনবিভাগের মামলা রয়েছে ১টি যার মামলা নং-৪০/২০০৫ইং। রামু থানায় সরকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা নং-২৭/২০১০ইং। বাড়িপুড়া মামলা রয়েছে ১টি। যার নং-৬২৮/২০০৮ ইং। চেক প্রতারণা মামলা রয়েছে ৪টি। মামলা নং-৬৮। এই চেক প্রতারণা মামলায় সম্প্রতি সেই মনজুর গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৩ মাস কারাবরণ করে বের হয়। খবর নিয়ে জানা গেছে, তার অন্যতম সহযোগী হিসেবে রয়েছে পিএমখালীর বর্তমানে মাঝের ঘাট এলাকার সাহেদ ও নারী কেলেংকারীর অন্যতম সহযোগি ইসলামাবাদ এলাকার শামসুদ্দিন প্রকাশ পুতুইক্কা। এদিকে তার আটকের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে। তাকে গ্রেপ্তারের খবরে ভুক্তভোগিরা মডেল থানাকে সাধুবাদ জানিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার এসআই তারেক ফেরেতা মনজুর কে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।