হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে।
জানা যায়, ৯ জুন শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহাজপুরা চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার হঠাৎ গ্যাস বের হচ্ছে দেখে দোকানদার বন্ধ করতে গেলে বিস্ফোরিত হয়ে স্থানীয় হেদায়তুর রহমানের পুত্র ছৈয়দ নুর (৩৫), আব্দুর শুক্কুরের পুত্র শাহজাহান (২৩), তার ছোট ভাই জাফর আলম (১৮), লাল মিয়ার পুত্র নুরুল আলম (৬০), আব্দুল লতিফের পুত্র সৈয়দুল আলম (২৬), এরশাদুর রহমানের পুত্র হামিদুর রহমান (৩০) ও নজির আহমদের পুত্র আবু ছিদ্দিক (৩০) দগ্ধ হয়।
উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সাতজনের মধ্যে তিনজনের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে এবং বাকিদের ২০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। যাদের ২০ শতাংশের বেশী পুড়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে চিকিৎসক।

বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সবাই নামাজ পড়ে এসে একটি চায়ের দোকানের সামনে বসে ছিল। হঠাৎ গ্যাস বের হচ্ছে দেখে দোকানদার বন্ধ করতে গেলে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডারটি। এতে তারা আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।