হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের ২ জন নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। বুধবার ৭ জুন সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফনদ থেকে তাদের আটক করা হয়। ধৃত ব্যক্তিরা হচ্ছে মিয়ানমার মংডু আশিক্কা পাড়া এলাকার মৃত সৈয়দ উল্লাহ পুত্র মোঃ জাকির (৩১) একই এলাকার আবুল মিয়ার পুত্র মোঃ আব্দুর রহমান (৫২)।

এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান সকালে মিয়ানমার থেকে একদল লোক ইয়াবা নিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ৯৯ হাজার ৪৯১ পিস ইয়াবা পাওয়া যায়। দার দাম প্রায় তিন কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, বিজিবির হাতে ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।