ইমাম খাইর,সিবিএন

কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্টে শতকোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্টে কলাতলি এলাকার মিন্টুর নেতৃত্বে একটি সিন্ডিকেট সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করে। অনেকবার সতর্ক করার পরও দখল ছেড়ে যায়নি দখলবাজরা।

অবশেষে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিলুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম জানান, অভিযানে ৫০ শতক সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন স্থানে অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করা হবে।