এফ এম সুমন, পেকুয়া:

পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার বেলা ১২ টার দিকে সিনিয়র সহকারী ভুমি কমিশনার সালমা ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন। এই সময় পেকুয়া বাজারের পপুলার ফার্মেসির মালিক মোস্তাক আহমদ কে নকল ও মেয়াদউত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে পাচ হাজার টাকা এবং ডায়মন্ড হার্ডওয়্যার কে পাচশত টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে রাস্তার প্রতিবন্ধকতা কারি বিভিন্ন হকারদের উচ্ছেদ করা হয়। জব্দকৃত ঔষধ সমুহ আগুনে পুড়ে নষ্ট করা হয়। এই সময় অভিযান পরিচালনাকারী সালমা ফেরদৌস বলেন, ওষুধের দোকানে ভেজাল ওষুধ রাখা অত্যন্ত দুঃখজনক । তবে আমাদের অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে পেকুয়া বাজার সমিতির সভাপতি আকতার আহমদ,সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ও সদস্য সাহেদ ইকবাল উপস্থিত ছিলেন।