এস. এম. তারেক, ঈদগাঁও:
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী ঈদগাঁও বাজারের ডিসি সড়কের তেলী পাড়া রাস্তার মাথার ক্ষতিগ্রস্থ পয়েন্টটি স্বেচ্চাশ্রম ও নিজেদের অর্থায়নে চলাচলের উপযোগী করে তুলে বিরল দৃষ্টান্ত স্থাপন করল ছাত্রলীগের নেতাকর্মীরা। ঈদগাঁও সাংগঠণিক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দিন রাশেলের নেতৃত্ব বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা সংস্কার কাজে অংশ নেয়। গতকাল ৭ জুন মঙ্গলবার সকাল ১০ টা’য় সংস্কার কার্যক্রম আরম্ভ হয় এবং টানা বিকেল পর্যন্ত তা চলে। সংস্কারের অভাবে ব্যস্তততম এ সড়কটি দীর্ঘদিন ধরে জনচলাচলের অনুপযোগী ছিল। কাদা আর গর্তের নোংরা পানির ছিটায় পথচারী, যানবাহন এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা নিদারুন দূর্ভোগ পোহিয়ে আসছিল। সড়কটি আপাত সংস্কারের কারণে চলতি রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে বাজারের ওই পয়েন্টে যানজট কমে যাবে যাবে অনেকাংশে এবং পথচারী ও শিক্ষার্থীদের দুদর্শা লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। এক পর্যায়ে ছাত্রলীগ সভাপতি রাশেদ উদ্দিন রাশেল জানান, ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে কাজ করে, তাই জনগণের অসুবিধার কথাটি চিন্তা করে সড়কটির সংস্কার কাজে হাত দিয়েছে। এদিকে ছাত্রলীগের মহতী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার আপামর জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছে। সংস্কার কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক এম. ফিরোজ উদ্দিন খোকা, জেলা ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় সভাপতি ইরফানুল করিম, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবে যুগ্ন সম্পাদক কাজী আবুদুল্লাহ, জাহেদ ইকবাল হাসিব, ছাত্রলীগ নেতা মোঃ ফারুক, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশেকুর রহমান, ছাত্রলীগ নেতা শাকিল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশফাক উদ্দিন আরফাতসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী। এদিকে সড়কটিতে ভাঙ্গা ইট দেওয়ার পর অপসারন করা হয়েছে কাদা এবং রোলার গাড়ি দিয়ে ইটগুলোকে মসৃণ করে দেওয়া হয়। এখন থেকে যানবাহন ও পথচারীরা স্বাচ্ছন্দে চলাচলে আর কোন বাধা রইলনা।