হুমায়ূন রশিদ,টেকনাফ
হ্নীলা মৌঃ মোঃ তাহের স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বাদে জোহর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। সৎ, বিনয়ী ও মৌলানা তাহেরের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৬জুন রাতের প্রথম প্রহরে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর আলেমেদ্বীন মৌলানা মোহাম্মদ আলীর ৩য়পুত্র ও স্থানীয় মাঝের পাড়া মাদ্রাসা-ই আজিজিয়া এশায়াতুল উলুমের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা মোহাম্মদ তাহের (২৮) তারাবী নামাজ শেষে ঘুরে-ফিরে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়ার পর বসে আলাপকালে আকস্মিক বুকে ব্যথা অনুভব করেন। এরপর সে হার্টস্টোকে আক্রান্ত হলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান হতে কক্সবাজার নেওয়ার প্রস্তুতিকালে রাত ১টারদিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুকালে সে মা-বাবা,৬ভাই,২বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। তাকে এক নজর দেখার জন্য রাতেই হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমান। সে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবের খানের বড় ভাই। মোহাম্মদ তাহের কওমী মাদ্রাসা থেকে দাওরা-এ (হাদিস) ও আলীয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করে শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করেন। এছাড়া তিনি সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। বাদে জোহর হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পূর্বপানখালী গোরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। সৎ,বিনয়ী ও এই মৌলানা মোঃ তাহেরের মৃত্যুতে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা,মিডিয়াকর্মী,শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।