শাহীনাহ, টেকনাফ:

টেকনাফে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ২০ হাজার ৭ শত ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সাবরাং ইউনিয়নের গুলালপাড়া এলাকার মোঃ রশিদ আহমদের ছেলে সাদেক হোসেন (১৯) ও হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ জালাল (১৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫ মে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির বিজিবি সদস্যরা সাবরাংয়ে অভিযান চালিয়ে ১৯ হাজার ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদেক হোসেনকে আটক করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ওইসব ইয়াবার অপর মালিক নয়াপাড় এলাকার মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ আব্দুল্লাহ প্রকাশ কালাব্বাকে পলাতক করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর মাধ্যমে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

এদিকে নব নিযুক্ত হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ এসআই মোঃ মনিরুজ্জামান জানান, ভোর রাতে গোপন সংবাদে উলুবনিয়া রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে ১ হাজার ইয়াবাসহ হাতেনাতে মোঃ জালালকে আটক করা হয়। ধৃত ব্যক্তিকে টেকনাফ থানা হয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।