বিশেষ প্রতিবেদক
যাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ। যাকাত দয়ার দান নয়, বরং ধনীর সম্পদ থেকে দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্য আল্লাহ তায়ালার নির্ধারিত প্রদেয় অংশ।
যাকাত দরিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার। দুস্থ ও নিঃস্ব নারী পুরুষকে পুনর্বাসন করা, ধনী ও দরিদ্র মুসলমানদের মধ্যে সেতুবন্ধন ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই যাকাতের মূল লক্ষ্য। সরকারী ফান্ডে যাকাত দিয়ে দরিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজে এগিয়ে আসুন।
সোমবার দুপুরে সরকারী যাকাত ফান্ডে যাকাত আদায় সংক্রান্তে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা ওঠে আসে।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর উপ-পরিচালক (ডিডি) খাজা আহমদ মিয়াজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
সভায় জানানো হয়- ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘যাকাত বোর্ড’ সরকারীভাবে সংগৃহীত যাকাতের অর্থ দ্বারা সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
যেমন:
১. দুঃস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ঢাকার টঙ্গীতে যাকাতবোর্ড শিশু হাসপাতাল পরিচালনা
২. অসহায় শিশুদের স্বাবলম্বি করে তোলার লক্ষ্যে ২৩টি সেলাই প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা
৩. দুঃস্থ পুরুষদের পুনর্বাসনের লক্ষ্যে রিক্সা/ভ্যান গাড়ী প্রদান বা ক্ষুদ্র ব্যবসায় পুঁজি হিসেবে অর্থ প্রদান
৪. দুঃস্থ/বিধবা মহিলাদের পুনর্বাসনের লক্ষ্যে হাঁস-মুরগি, গরু-ছাগল পালন/সেলাই মেশিন প্রদান
৫. দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান
৬. দুঃস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান
৭. অসহায় প্রতিবন্ধিদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন
৮. দরিদ্র নওমুসলিমদের আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা
৯ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসন এবং অস্বচ্ছল ইমামদের বৃক্ষরোপনের লক্ষ্যে আর্থিক সহায়তা দান।
সভায় সোনালী ব্যাংক কক্সবাজার শাখার যাকাত ফান্ড কালেকশন (হিসাব নং-০৯০৩৩৩০২১৭০৫) নাম্বারে যাকাতের টাকা জমাদানের অনুরোধ করা হয়েছে।
সিনিয়র ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেেন, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর সহকারী পরিচালক (এডি) মুহাম্মদ সরওয়ার আকবর, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা ছালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, ইফার ফিল্ড অফিসার ফজল করিম প্রমুখ।
সভায় আবাসিক হোটেল মোটেল মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।