পেকুয়া সংবাদদাতা:

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতবর পাড়ায় অবস্থিত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টান আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম সিনিয়র মাদ্রাসা ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাদ্রাসার ২টি ভবনের মধ্যে একটি ভবনে প্রায় সাড়ে ৩লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হওয়ায় তাৎক্ষনিক এ মাদ্রাসার পক্ষ থেকে সংস্কার করা সম্ভব হচ্ছে না। যার কারণে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো: আমিনুর রশিদ। দ্রুত সংস্কারের প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ না পেলে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান ছাড়া আর কোন উপায় নাই বলেও জানান তিনি।

জানা গেছে, ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাদ যায়নি স্কুল মাদ্রাসা ভবন। তার মধ্যে শতশত শিক্ষার্থীদের নিয়ে সুনাম অর্জনকারী মাদ্রাসা আনোয়ারুল উলুম আলিম সিনিয়র মাদ্রাসাটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি সংস্কার করতে সাড়ে ৪লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। যার কারণে শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন পাঠদানে মাদ্রাসার পক্ষ থেকে অধ্যক্ষ মাওলানা মো: আমিনুর রশিদ মাননীয় এমপি চকরিয়া-পেকুয়া, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহবান জানান।