মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
হাটহাজারী: দুই বছরের মধ্যে বিড়ি তুলে দিতে চাই অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার (১জুন) বিকালে হাটহাজারী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তরা বলেন, যতদিন এ দেশে সিগারেট থাকবে ততদিন বিড়িও থাকবে। কারণ, বিড়ি এ দেশেরই সম্পূর্ণ কাঁচামালে তৈরি। গরীব মানুষ তৈরি করে এবং গরীব মানুষ খায়। অর্থমন্ত্রী যে দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বিলুপ্তির ঘোষণা দিয়েছেন এর জন্য তীব্র নিন্দা প্রকাশ করে শ্রমিকনেতারা বলেন, যদি এই পথে অর্থমন্ত্রী অগ্রসর হন তাহলে দেশের বিড়ি শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলে অর্থমন্ত্রীর পদত্যাগ ঘটাবে। বক্তরা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর সম্পূর্ণ কর মুক্ত রেখে নিম্নস্তরের সিগারেটের ওপর কর বৃদ্ধি করে শিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মস্থানের নিশ্চয়তা রাখতে হবে। বক্তারা অর্থমন্ত্রীর “দুই বছরের মধ্যে বিড়ি তুলে দিতে চাই” এ বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি বিডির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার. বিড়ি শিল্পের প্রতি বিমাতাসুলভ আচরণ বন্ধ ও ব্রিটিশ টোবাকোর প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শন বন্ধের দাবি জানান।
বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহনুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনটির প্রচার সম্পাদক সাহেব আলী খাঁন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিডি শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক নুরুন্নবী। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশনের সদস্য যথাক্রমে মোঃ আবদুল ওয়াদুদ, আসলাম শরীফ, তপন কুমার, মোরশেদ হোসেন প্রমুখ।