মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

হাটহাজারীতে মসজিদের খতিবের পিছনে নামাজ পড়া নিয়ে দু গ্রুপের তর্কবিতর্ক ও হাতাহাতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় দু’গ্রুপের প্রায় ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এনায়েতপুর ভাঙ্গা দিঘীরপাড় জামে মসজিদে। এ ঘটনায় মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার(৩ জুন) জুমার নামাজ শুরু হওয়ার আগে এনায়েতপুর ভাঙ্গা দিঘীরপাড় জামে মসজিদে খতিব নিয়ে কিছুক্ষণ এলাকার দু’গ্রুপের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে এ ঘটনায় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিষয়টি জানতে পেরে দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারী মডেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’গ্রুপকে ধাওয়া করলে অবশেষে পরিস্থিতি শান্ত হয়।

পরবর্তী পুলিশ উপস্থিতে গ্রামবাসী জুমার নামাজ আদায় করেন।

স্থানীয়রা জানান, দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত বশরত আলীর পুত্র মোহাম্মদ দিদারুল আলম(৪৮), ওই বাড়ির রহুল আমিন এর পুত্র মোহাম্মদ পারভেজ (৩০),নুর আহমদ এর পুত্র রহিম উল্লাহ্(৩৭),আব্দুল বারি হাজির বাড়ির মৃত আবুল কালাম এর পুত্র মোহাম্মদ আজিজুর রহমান(৩২),কাসেম আলী টেন্ডল বাড়ির মৃত অলি আহমদ এর পুত্র মোহাম্মদ জসীম(৪৩) ।

স্থানীয়,প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানান,এনায়েতপুর ওই জুমা মসজিদে দীর্ঘদিন ধরে খতিব নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে মসল্লিদের দু’গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)বেলাল উদ্দীন জাহাঙ্গীর সংবাদকর্মীদের বলেন, জুমার নামাজ পড়তে গিয়ে খতিবকে নিয়ে দু’গ্রপের বাকবিতন্ডা সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হই। ###