মোহাম্মদ হোসেন, হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচারনা করা হয়।নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে এ সময় ৫টি প্রতিষ্ঠানকে মামলা অর্থদন্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এস আর আরমান শাকিল জানান, বাজারের বিভিন্ন দোকানে দৈবচয়ন পদ্ধতিতে ক্রেতা সেজে দাম যাচাই করা হয়। যাচাইকালে চিনি, ছোলা সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি পাওয়া যায়। এ ছাড়া ভেজাল তেল ও ঘি দেখতে বিক্রি পায়।যার কারনে ৫টি প্রতিষ্টানের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়।
এ সব প্রতিষ্টানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জন ব্যবসায়ীকে প্রায় সাড়ে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলকে নির্দেশ প্রদান করা হয়। ইউএনও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা জানান।
এ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টার মনোয়ারা বেগমসহ হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযানকালে উইস্থত ছিলেন।