আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮মে সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও উপজেলা মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মহসিন বাবুলের সভাপতিত্বে নিন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউপি সচিব মো: সাইফুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা, শিক্ষক, পেশাজীবি,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বাজেটের লক্ষ্যমাত্র অর্জনে রাজস্ব আয় ধরা হয়েছে ২৩লাখ টাকা। উন্নয়ন আয় ১ কোটি ১৫লাখ ২৫হাজার ২শতক টাকা। বাজেটে সম্ভাব্য ব্যয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ভৌত অবকাঠামো, নারী-শিশু উন্নয়ন ইত্যাদি খাতে গুরুত্বারোপ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের এই বাজেট ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভায় উপস্থিত সকল সুধীজন। পরিশেষে ইউপি চেয়ারম্যান মো: মহসিন বাবুল সকলকে ধন্যবাদ জানিয়ে বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।