কামাল শিশির, ঈদগড় (কক্সবাজার):

কক্সবাজার রামুর ঈদগড়ে সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার গরীব অসহায় ২শত লোককে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । ২৭মে আচরের নামাজের পর ঈদগড় বাজার ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয় । ঈদগড় পরিচালনা কমিঠির সদস্য মনিরুজ্জামান মেম্বার ,মাওলানা ছৈয়দুল আলম, দেলোয়ারের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ,রামু থানা এএস আই মোর্শেদ আলম, আই সি আবুল হাসেম,সাংবাদিক কামাল শিশির, নুরুল হুদা,বনি আমিন,মনিরুল ইসলাম মনির, মোঃ হোসেন, মাওঃ ছৈয়দুল হক,হাজ্বি মমতাজ, আবু তাহের ,মাষ্টার শহিদুল ইসলাম প্রমুখ । এসময় ইফতার সামগ্রী পাওয়া হত দরদ্রি লোক গুলো সৌদি প্রবাসী দরীদ্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দদের দীর্ঘায়ু কামনা করেন ।

রমজানের পবিত্রতা রক্ষা ও অশ্লীলতা বেহায়াপনা বন্ধে

ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের দাবী

মাহে রমজানের পবিত্রতা রক্ষা , অশ্লীলতা বেহায়াপনা বন্ধ, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, বিশেষ করে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছেন ঈদগড় সাংবাদিক ও লেখক পরষিদ প্রতিষ্ঠাতা সভাপতি এম কামাল উদ্দিন শিশির , সিনিয়র সহ-সভাপতি মাও: ছৈয়দুল হক , সহ-সভাপতি এস এম রেজাউল করিম, নুরুল আবছার ,আকতার আহমদ, সাধারণ সম্পাদক জাফর ইকবাল,সহ-সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী, ইব্রাহীম খলিল, মোঃ নুরুল হুদা ,সাংগঠনিক সম্পাদক মাও: আবুবকর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক ,ক্রীড়া সম্পাদক মোঃ আরমান হাসান রাসেদ, সাংস্কৃতিক সমম্পাদক জসিম উদ্দিন ্আজাদ,সাহিত্য সম্পাদক মোঃ আলম,তথ্য ও গবেষনা সম্পাদক আরিফ উল্লাহ,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মহি উদ্দিন,শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হক আবির,দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক রাহমত হোসেন জিন্নাহ, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার হামিদ, মাওঃ নুরুল আলম ,স্কুল বিষয়ক সম্পাদক সাহাদত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সজল শর্মা, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আকাশ, প্রকাশনা সম্পাদক,কবি হাশেম,নুরুল আজিম বাবুল, নাছির উদ্দিন,আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আবদু রহমান, মহিলা সম্পাদিকা রাজিয়া শিশির,অর্থ সম্পাদক শফিউল আলম,সহ- অর্থ সম্পাদক রাজিব শর্মা,প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদু রহিম,বিজ্ঞান বিষয়ক সম্পাদক জালাল আহমদ, উপদেষ্ঠা এম নুরুল আলম ফেরদৌসি, মাও: সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম মনির , বেদার মিয়া,মাষ্টার বদরুদ্দিন,সদস্য জয়নাল আবদীন, হারুনর রশিদ, আবু তাহের,ফোরকান আহমদ,মিজানুর রহমান,জামাল হোসেন, রবি উল্লাহ প্রমুখ । এছাড়া নেতৃবৃন্দরা রমজানের পবিত্রতা বিনষ্টকারীদের বিরোদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান ।

ঈদগড়ে রমজানে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার দাবী

রামু উপজেলার ঈদগড়ে আসন্ন রমজানের পবিত্রতা রক্ষা,দ্রব্যমূল্য স্থিতিশীল,যানজট নিরসন ও আইনশৃংখলা সমুন্নত রাখার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল । ২৭মে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পেঁয়াজ, রসুন, আধা, তৈল, মাছ, মাংস থেকে শুরু করে বিভিন্ন কাঁচা তরি-তরকারীর দাম রমজান উপলক্ষে বেড়েই চলেছে। এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্যে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এলাকার সচেতন মহল সহ ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো পবিত্র রমজান মাসে বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে, দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে, জিনিসের মান এবং ওজন যাতে ঠিক থাকে সেদিকে ব্যবসায়িক নেতৃবৃন্দসহ সকলকে দৃষ্টি রাখার আহবান জানান।