কামাল পারভেজ অভি, সৌদিঅারব থেকে:
 সৌদিআরবের বানিজ্যিক রাজধানী  জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
 ২৬ মে বৃহস্পতিবার দুপুরে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ  অডিটোরিয়াম প্রাঙ্গণে অায়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই ভাগে বিভক্ত হয়ে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম শাখার ছাএ/ ছাএীরা।
প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলা শাখা  বিজয় অর্জন করেন এতে সেরা  হয়েছে পক্ষ দেলের সাঈদ হোসেন ও বিপক্ষ দলের মাহমুদা ইমদাদ। ইংলিশ মিডিয়াম শাখার পক্ষে বিজয় অর্জন করেন পক্ষ দল এবং সেরা  হয়েছেন মুসলিম বীল্লাহ। এবার প্রতিযোগিতার বিষয় ছিল” অর্থ অনর্থের মূল”।
 জাফর স্যার এর সঞ্চালনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্তঅধ্যক্ষ হামদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কনসাল লেবার ও শিক্ষা কাজী সালাউদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন স্কুল গর্ভনিংবডির চেয়ারম্যান মার্শেল কবির পান্নু, ভাইস-চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
কনসাল সালাউদ্দিন বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।’