মোহাম্মদ হোসেন,হাটহাজারী
হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বেশি ভাগ সড়ক লাইট বন্ধ রয়েছে। রমজানের আগে এ গুলো সংস্কারের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। গত দুই মাস থেকে বিভিন্ন সড়কের গুরুত্বপুর্ণ স্থান গুলোতে এ সব লাইট বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে মানুষ। রাস্তার বিভিন্ন স্থানে অন্ধকার থাকায় অনেক জায়গায় চলছে মাদক ব্যবসাসহ নানা অপরাধ।
পৌরসভায় দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে দায়ী করেন বিভিন্ন ওয়ার্ডের বসবাসকারীরা।
তারা জানান, দীর্ঘ দুই মাস ধরে লাইট গুলো বন্ধ থাকলেও সে গুলো সচল করার উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।
পবিত্র রমজান মাসে রাতে মসজিদে আসা যাওয়ার পথ গুলোতে অন্ধ থাকায় মানুষের চলাফেরা করতে গিয়ে সমস্যায় পড়তে হবে।
সরেজমিন দেখা যায়,পূর্ব দেওয়ান নগর আজিমপাড়া থেকে শুরু করে কালা মিয়া সওদাগরের বাড়ি সড়ক পর্যন্ত বেশ কযেকটি সড়ক বাতি প্রায় দুই মাস থেকে বন্ধ রয়েছে। এ ছাড়া পৌর এরাকার জমাদার বাড়ি সড়ক,কামালপাড়া সড়কসহ পৌর ওয়ার্ডের বিভিন্ন স্থানে সড়ক বাতি বন্ধ। জনস্বার্থে চিন্তা করে রমজানের আগে এ সব বাতি সচল করার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। বিষয় গুলো নজরে এনে পৌর প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেন পৌরবাসী।