মহেশখালী সংবাদদাতা:

মহেশখালীর হোয়ানকের পান বাজারটি ৬০ দালাল নিয়ন্ত্রন করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, হোয়ানক পান বাজারটি স্থানীয় মোঃ আকতারুজ্জামান বাবু সম্প্রতি সময়ে উপজেলা পরিষদ থেকে ইজারা নিয়ে দালালের মাধ্যমে অতিরিজ টোল আদায় করে যাচ্ছে।
এদিকে স্থানীয় পান চাষি ও পান ক্রেতাদের অভিযোগ তাদের কাজ থেকে গাড়িতে লোট আন লোড করতে টাকা নেয় ইজারাদারের লোকজনরা।  সরজমিনে গিয়ে দেখা যায় বিনা রশিদে টাকার নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগিরা। সাধারন পান ব্যবসায়ি ও পান শ্রমিকরা এই দালালের বিরুদ্ধে কথা বলার সাহস পাইনি কোন পান শ্রমিকরা।
তবে এই অবৈধ ভাবে টোল আদায় কারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারন পান ব্যবসায়িরা।