এম.এ আজিজ রাসেল

চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখা ও কক্সবাজার মেডিকেল কলেজ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২৫মে বৃহস্পতিবার জেলা বিএমএ’র সভাপতি সিভিল সার্জন ডাঃ পুঁ চ নু’র সভাপতিত্বে সদর হাসপাতাল প্রাঙ্গন ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে কমেক প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ যখন সমৃদ্ধতা অর্জন করছে, সেই মুহুর্তে কপিতয় দুস্কৃতিকারী সরকারের উন্নয়নকে বাধাঁগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। যার অংশ হিসেবে চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের উপর দুর্বৃত্ত লেলিয়ে দিয়ে তারা হামলা চালাচ্ছে। বক্তারা অবিলম্বে চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকের উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, কক্সবাজার মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর কবির ভূঁইয়া, সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ সাখাওয়াত হোসেন, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মিছবাহ উদ্দিন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এস,এম সরওয়ার, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ টুটুল তালুকদার, ডাঃ আবদুল মান্নান, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ মারুফ উর রহমান, ডাঃ রঞ্জন, ডাঃ জাহিদুল মোস্তফা, ডাঃ আরিফ, ডাঃ রবিনসহ ইন্টার্ন চিকিৎসকরা। উল্লেখ্যঃ সম্প্রতি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে চৈতি নামের এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে অধ্যাপক ডাঃ এবিএম আবদুল্লাহর উপর হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনার পরে সারাদেশে প্রতিবাদে ফুঁসে উঠে চিকিৎসকরা। যার আলোকে গত ২১ মে কক্সবাজারে বিএমএ’র উদ্যোগে মানববন্ধন, ২৩মে একযোগে প্র্যাকটিস বন্ধ ও সর্বশেষ বৃহস্পতিবার ফের মানববন্ধন কর্র্মূসূচী পালন করা হয়। দুর্বৃত্তদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানা গেছে।