প্রেস বিজ্ঞপ্তী:

মহেশখালী প্রেসক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। ২৫ মে সকাল ১১টায় মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নতুন কার্যালয়ে উদ্বোধন করেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হোছাইন ইব্রাহিম।
স্বাধীনতার পরবর্তী থেকে মহেশখালীতে কোন প্রেসক্লাবের কার্যালয় ছিল না । নিজস্ব কার্যালয় পাওয়ার পর স্থানীয় সচেতন লোকজনের সহায়তায় মহেশখালী প্রেসক্লাব এর অফিসিয়াল কার্যক্রম শুরু হয়।
মহশখালী প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
তিনি বলেন হদুল সাংবাদিকতা পরিহার করে দেশের ও গনমানুষের উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকতা করতে হবে। সাধাকে সাধা আর কালো কালো বলে লিখনের মাধ্যমে মহেশখালী উপজেলার অভাব অভিযোগ, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরতে হবে। মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আব্দু সোবাহান, কউক এর নগর পরিকল্পনাবিধ সরওয়ার উদ্দিন আহম্মদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, ইসলামী ব্যাংক মহেশখালী শাখার ম্যানেজার শহীদুল এমরান, উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব কাজী মোরতাজ আহাম্মদ, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, মহেশখালী কলেজ অধ্যাপক আশিষ চক্রবর্তী, গোরকঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামশুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ছালেহ আহাম্মদ, কক্সবাজার বেতারের শিল্পী লায়েক হায়দার, জেলা ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা জেএইচ এম ইউনুছ। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পূবলী ব্যাংক মহেশখালী শাখার ম্যানেজার, সত্যজীৎ আচার্য্য, মহেশখালী কলেজ পরিচালনা কমিটির সদস্য মাষ্টার আমিন শরীফ, উপজেলা রেঞ্জ কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন, যুব-উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা ননি পদ দে, মাষ্টার ব্রজ গোপাল, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু ছিদ্দিক, যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, কাউন্সিলর আব্দুুুুুুুুুুুুুুুুুুুু শুক্কুর, আওয়ামীলীগ নেতা আব্দুছালাম বাঙ্গালী, বড় মহেশখালী ইউনিয় আওয়ামীলীগ সেক্রেটারী নুরুল আমিন, কুতুবজোমের সেক্রেটারী রবিউল আলম, মাষ্টার এনামুল করিম, নুরুল আমিন খোকা মেম্বার, হাবিব উল্লাহ মেম্বার, আব্দুল গফুর টিকাদার, ডাক্তার নিখিল কান্তি পাল, ডাঃ ছাবের, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হালিমুর রশিদ, আব্দুর রহিম কোম্পানী, কৃষকলীগ নেতা আলতাজ, আব্দুল মালেক, আবুল কাশিম, শামশুল আলম, মোছা কলিম উল্লাহ্, এসএআরপিভির মহসিন, সিপিভির বোরহান উদ্দিন রব্বানি প্রমুখ সহ সংবাদ কমীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল রশিদ, মকছুদুর রহমান, গাজী মোঃ আবু তাহের, বশির উল্লাহ, নুরুল কাদের, এস,এম লকিয়ত উল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, পরিচালনা করেন মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ । অতিথিরা বেলুন উডিয়ে মহেশখালী প্রেসক্লাবের কার্যালয়ের আনুষ্টানিক উদ্বোধন করেন। সকালে স্থানীয় আলেমগণ খতমে কোরান তেলোয়াত পাঠ করেন। অনুষ্ঠানের আলোচনায় সভায় মহেশখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মরহুম ডাঃ সোলতান উদ্দিনের রোহে মাগফিরাত ও তার জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা এবং প্রধান অতিথি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহেশখালী প্রেসক্লাবের উন্নয়নে হাই পাওয়ার চোলার, লাইব্রী ও কম্পিউটার সেট সহ অবকাটামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। সভা শেষে বিশেষ মোনাজাত পাঠ করেন খতিব মাওলানা মোরতাজ আহাম্মদ।