বার্তা পরিবেশক:

‘কক্সবাজারের আঞ্চলিক ভাষার বৈচিত্র্য’ শীর্ষক সেমিনার আগামী ২৭ মে, ২০১৭, শনিবার কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগে অনুষ্ঠিত হবে। কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে ও কক্সবাজার সিটি কলেজের ব্যবস্থাপনায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর প্রাক্তন মহাপরিচালক, আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের প্রাক্তন প্রফেসর, গণবিশ^বিদ্যালয়ের ই্ংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ভাষা বিশেষজ্ঞ প্রফেসর মনসুর মুসা। সেমিনারে সভাপতিত্ব করবেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক মুফীদুল আলম। মূল প্রবন্ধ পাঠ করবেন কক্সবাজার সাহিত্য একামেডীর সভাপতি লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম।

সেমিনারে জেলার কবি-সাহিত্যিক, গবেষক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরমিন ছিদ্দিকা লিমা ও কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।