নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :

কুতুবদিয়ায় প্রকাশ্যে ডাকাতি করে ৫০ হাজার টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনী বেড়িবাঁধ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ২৩ মে (মঙ্গলবার) রাত সাড়ে দশটার দিকে আজম কলোনী এলাকার জনৈক কালুর ছেলে সুমন (৩০) অজমাখালী এলাকার সাবের কোম্পানীর নিকট থেকে নায়া’র (জেলে) মজুরী হিসেবে অগ্রীম ৫০ হাজার টাকা নিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে বাড়ি ফিরছিল। টাকা নিয়ে ফেরার খবরটি পেয়ে ঐ এলাকার চিহ্ণিত জলদস্যু দিদার তার দলবল নিয়ে ওঁৎপেতে থাকে।

সুমন টাকা নিয়ে ঐ এলাকার কালবার্টের কাছাকাছি পৌঁছলে অর্তকিত হামলা করে এলোপাতাড়ি মারধরপূর্বক তার কাছে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় । এসময় জলদস্যুর দল সুমনকে অপহরণ করে নিয়ে যেতে চাইলে সে চিৎকার করে উঠে। এদিকে তার চিৎকার শুনে এলাকাবসী তাদের ধাওয়া করলে জলদস্যুর দল নৌকা চালিয়ে ছনুয়ার দিকে পালিয়ে যায়। পরে ঐ দিন রাত সাড়ে ১১টার সময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী সুমন করে উদ্ধার কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সুমন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে কুতুবদিয়া জুড়িশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে আহতের পরিবার।