শাহেদ মিজান, সিবিএন:
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হয়েছে বহুল আলোচিত কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৩ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটে জনগণের ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধে কক্সবাজারের প্রথম শহীদ মোহাম্মদ শরীফের দৌহিত্র ও সাবেক চেয়ারম্যান ওসমান গণির পুত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারেক বিন ওসমান শরীফ। তিনি মোট ভোট পেয়েছেন ১২৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির এখলাসুর রহমান। তিনি পেয়েছেন ৪৮৮৩ ভোট। ভোটের ফলে তৃতীয় অবস্থান বা শেষ অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিম চৌধুরী পেয়েছেন ৪১৬৭ ভোট।
প্রাপ্ত তথ্য মতে, ১নং ওংয়ার্ড উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ৬৪২ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ২০৩ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৭৭২ ভোট। ২ নং ওয়ার্ড আফজলিয়া মাদ্রাসা কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ৬১২ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ২১৩ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৭৩২ ভোট। ৩ নং ওয়ার্ড ইউনুছ খালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ৪৫৬ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ০৪ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ১৩২৭ ভোট। ৪নং ওয়ার্ড উত্তর ঝাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ১১০১ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ৩০০ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ১১৭৪ভোট। ৫নং ওয়ার্ড চিকনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ৯৫৪ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ৮৮২ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৪৭০ ভোট। ৬নং ওয়ার্ড নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ১৬৬৭ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ১৯৬ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ১৫০ ভোট। ৭নং ওয়ার্ড কালারমারছড়া আদর্শ মাদ্রাসা কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ২২০০ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ৩৮ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ১০০ভোট। ৮নং ওয়ার্ড কালারমারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ১৭৭৭ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ৯১ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৭১ ভোট। ৯নং ওয়ার্ড নোনাছড়ি মঈনুল ইসলাম মাদ্রাসা কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ১১৯৪ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ১৪০৯ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৮৮ ভোট। ১০ নং ওয়ার্ড আধারঘোনা বালিকা মাদ্রাসা কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ১২৫০ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ৮৫০ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৮৯ ভোট। ১১ নং ওয়ার্ড মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক শরীফ পেয়েছেন ৮৮৮ ভোট, সেলিম চৌধুরী পেয়েছেন ১৭৭ ভোট এবং এখলাসুর রহমান পেয়েছেন ৬০ ভোট।