মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজার সদরের ইসলামপুরে কমিউনিটি পুলিশ কর্মকর্তাকে হামলা ও মারধর করে সর্বস্ব লুট করা হয়েছে। ২২ মে দুপুরে ইউনিয়নের উত্তর নাপিতখালী সড়কে এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনাটি ঈদগাঁও কমিউনিটি পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই মহি উদ্দীনকে অবহিত করা হয়। জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি নুরুল আলম সোমবার দুপুর ২টার দিকে উতর নাপিতখালী সড়ক দিয়ে লবণ মাঠে যাচ্ছিল। এসময় তার সাথে নতুন অফিসের মীর আহমদের পুত্র সিরাজ এবং চৌকিদার আমির হোসেন ছিলেন। তারা উক্ত এলাকার শামসুল আলমের বাড়ীর সামনে পৌঁছুলে অতর্কিত তার উপর হামলার ঘটনা ঘটে। দূর্বৃত্তদের মারধরে তিনি মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন। এসময় লবণ মাঠের পলিথিন ক্রয়ের জন্য রাখা নগদ ৩০ হাজার টাকা ও ৮ হাজার টাকা দামের একটি স্কিন টাচ মোবাইল লুট করা হয়। দু’বছর আগে কমিউনিটি পুলিশের দায়িত্ব পালনকালে একটি ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা হয়েছে বলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ বরাবর প্রদত্ত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন। এতে উত্তর নাপিতখালীর শামসুল আলম, হাছিনা আক্তার বুলু, কহিনুর আক্তার, পারেছা বেগম ও ভাদিতলার আবছারকে বিবাদী করা হয়। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। খবর পেয়ে এএসআই মহি উদ্দীন হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান।

ঈদগাঁওর ব্যবসায়ী রশিদের মৃত্যুতে শোক

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অফিস সহকারী শামসুল আলমের পিতা প্রবীণ সুপারী ব্যবসায়ী আবদুর রশিদ(৮০) আর নেই। ২২ মে রাত ৯ টায় তিনি জাগির পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না……. রাজেউন)। মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে বার আউলিয়া জামে মসজিদ কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে তিনি হার্ট এ্যাটাক করেন। পরে নানা বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অনেককে রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সর্বশক্তিমান আল্লাহর নিকট প্রার্থনা করেছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতসহ কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। অপর এক বিবৃতিতে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি ও ঈদগাঁও নিউজ চেয়ারম্যান মো. রেজাউল করিম। এদিকে তাঁর মৃত্যুর খবরে শিক্ষক আবদুল মজিদ খান, মো. রেজাউল করিম, নুরুল আলমসহ অনেকে তাকে একনজর দেখার জন্য তার বাড়ীতে ছুটে যান।